• দুর্গাপুজোয় কোথায়, কী থিম? এখন থেকেই খোঁজ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ২৭ জুন ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো আসতে বাকি চারমাস। তবে এখনই থেকে পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটন দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তীকে সেরকমই নির্দেশ দিলেন তিনি। কোথায় কী থিম হচ্ছে, তা নিয়ে খোঁজখবর শুরু করতে নির্দেশ দেন তিনি।

    বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন পর্যটন সচিব নন্দিনীও। তাঁকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, “এবার পুজোয় কে কী করছে খোঁজ নাও। পরে যেন স্ট্যাম্পেডের মতো পরিস্থিতি না হয়। মাথায় রেখো, এবারও বাইরে থেকে প্রচুর লোক আসবে।” যা দেখে ওয়াকিবহাল মহলের ধারনা, কোথায় কী থিম হচ্ছে, তা খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    গত কয়েক বছর দুর্গাপুজোয় একাধিক মণ্ডমে থিমের টানে ব্যাপক ভিড় হয়েছিল। কোথাও ভিড়ের চাপে মণ্ডপের একাংশ ভেঙেছে তো কোথাও আবার ভিড়ের চাপে মণ্ডপ বন্ধ করে দিতে হয়েছে। এদিকে দুর্গাপুজো ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান পেয়েছে। তার পর থেকেই পুজোয় বিদেশের লোকজনের আনাগোনা বেড়েছে। তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, বাংলার সম্মান যাতে নষ্ট না হয়, তার জন্য অন্তত ৪ মাস আগে থেকে পর্যটন সচিবকে তৎপর হওয়ার নির্দেশ দিলেন মমতা।
  • Link to this news (প্রতিদিন)