আবাসিক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ, অগ্নিগর্ভ চন্দননগরের প্রবর্তক হোম...
আজকাল | ২৮ জুন ২০২৪
মিল্টন সেন,হুগলি: হোমের দায়িত্বে থাকা আধিকারিকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ। চলল ব্যাপক ভাংচুর ব্যাপক উত্তেজনা চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন হোম। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনা স্থলে পৌঁছয় চন্দননগর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে আক্রমন করে বিক্ষোভকারীরা। উত্তেজনা সামাল দিতে মৃদু লাঠি চার্জ করে পুলিশ। দুটি চার চাকা গাড়ি ভাঙচুর। আহত ছাত্রীরা। অভিযোগ, দীর্ঘ সময় হোমে দেখাশোনা করার লোক নেই। অভিবাবকদের তরফে কয়েক দিনের জন্য বাচ্চাদের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব ঘিরে ঘটনার সূত্রপাত। মিটিং চলাকালীন গেট বন্ধ করে ডিসিপিও অফিসের আধিকারীকদের আটকে রাখার অভিযোগ ওঠে অভিবাবকদের বিরুদ্ধে।
বৃহষ্পতিবার বিকেলে ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা ধারণ করে চন্দননগরের প্রবর্তক হোম। অভিযোগ হোমের দেখা শোনার দায়িত্বে থাকা পরিমল ব্যানার্জির বিরুদ্ধে। তার বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ ওঠে গত শুক্রবার। এরপর থেকে পরিমল আর হোমে আসেনি। তা নিয়ে আবাসিক ও তাদের অভিভাবকদের ক্ষোভ ছিল। এদিন ঘটনার খবর নিতে জেলা চাইল্ড প্রটেকশন অফিসের আধিকারিকেরা হোমে যান। তাঁরা বলেন মেয়েরা পড়াশোনা করছে না, মেয়েদের কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে হবে। এরপরই তাঁদের আটকে বিক্ষোভ শুরু হয়। পুলিশ র্যাফ উদ্ধার করতে গেলে ঢিল ছোঁড়া শুরু হয়।দুটি গাড়ি ভাঙচুর হয়। পুলিশকে লক্ষ করেও ঢিল ছোঁড়া হয়। এর পরেই পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আধিকারীকদের উদ্ধার করে। ঘটনায় আহত হয় প্রায় আট জন আবাসিক মেয়ে। উত্তেজনা থাকায় চন্দননগর পুলিশের ডিসি এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে।