সন্তানের চিকিৎসা না করাতে পেরে মানসিক অবসাদে আত্মঘাতী বাবা
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আর্থিক কারণে সন্তানের চিকিৎসা করাতে না পেরে মানসিক অবসাদে আত্মহত্যা যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ইলিয়াসপুর গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম সুজিত কুমার দাস। বৃহস্পতিবার সকালে সুজিতের ঘর খুলতেই দেখা যায় গলায় দড়ি বাঁধা অবস্থায় তাঁর দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা সুজিতকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।। মৃতের পরিবার সূত্রে খবর, সুজিতের পাঁচ বছরের ছেলে গত কয়েক বছর ধরেই রক্তে উচ্চ শর্করার সমস্যায় ভুগছে। জঙ্গিপুর হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। সম্প্রতি বহরমপুর থেকে সুজিতের ছেলেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, ছেলের চিকিৎসার জন্য হাতে কোনও অর্থ না থাকায় গত বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সুজিত। সেই অবসাদ থেকেই আত্মহ্ত্যার ঘটনা ঘটিয়েছে সে।