আজকাল ওয়েবডেস্ক: একদিকে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত অন্যদিকে আরও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। আর এই দুইয়ের কারণে তৈরি হচ্ছে বর্ষার অনুকূল পরিবেশ। ফলে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণের জেলা গুলিতে বৃষ্টির দেখা মেলেনি এখনও সেভাবে। তবে বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদে ভারি বৃষ্টির সম্ভাবনা। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা। সব জেলার বেশিরভাগ অংশেরই বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।