রাজভবনের সামনে ধর্নায় বসতে পারে বিজেপি, হাইকোর্টে জানাল রাজ্য...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজভবনের সামনে চার ঘণ্টা ধর্নায় বসতে পারে বিজেপি। বৃহস্পতিবার হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, রবিবার চার ঘণ্টার জন্য রাজভবনের সামনে ধর্নায় বসতে পারে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেছিলেন রাজভবনের সামনে কর্মসূচি করা নিয়ে।
সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টকে এই কথা জানিয়েছে রাজ্য। শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে জানানো হয়েছে, রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ রয়েছে, তাই রাজভবনের সামনে কর্মসূচি করা যাবে না। তার পরের রবিবার করা যেতে পারে। ওইদিন করা যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি রাজ্য।