আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভাঙা হল তারাতলার বিজেপির দলীয় কার্যালয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল বেআইনি ভাবে গড়ে উঠেছে ওই দলীয় কার্যালয়। তারপরেই ওই কার্যালয় ভাঙল প্রশাসন। পুলিশকে ভাঙার কাজে দলীয় কর্মীরা বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। তাঁদের দাবি, এই কার্যালয় বেআইনি নয়। অন্যদিকে তৃণমূলের কার্যালয়ের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। দলীয় কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের আটক করে পুলিশ। পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বারবার মাইকিং করে জানানো হয়, আদালতের নির্দেশে এই ভাঙার কাজ চলছে।
উল্লেখ্য, ফুটপাথ জবরদখল নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ করেন। অবৈধভাবে সরকারি জায়গা দখল হয়ে যাওয়া নিয়ে সোমবার রাজ্যের পুরসভা ও পুরনিগমের চেয়ারম্যান এবং মেয়রদের সতর্ক করেছিলেন তিনি। তারপরেই পুরসভাগুলি তৎপর হয়েছে বেদখল জমি দখলমুক্ত করতে। গত কয়েকদিনে শহর জুড়ে শুরু হয়েছে বেআইনি কাঠামো উচ্ছেদ অভিযান। ওই বিষয়ে বৃহস্পতিবারও ফের বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সাফ জানান, লক্ষ্য হকার উচ্ছেদ নয়। হকারদের এদিন একমাস সময়ও দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, 'হকারদের আমি এক মাস সময় দিচ্ছি। এর মধ্যে সব গোছাতে শুরু করুন। রাস্তা পরিষ্কার রাখতে হবে। আমাদের সার্ভে চালু থাকবে। আপনাদের কোথায় জায়গা দেওয়া যায়, তা সরকার দেখবে। গোডাউনের ব্যবস্থাও করবে। কিন্তু রাস্তা দখল করা যাবে না।’