ডেঙ্গি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাজ্য সরকারের...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গত বছর ডেঙ্গির প্রকোপ উদ্বেগ বাড়িয়েছিল। চলতি বছরে সময় থাকতেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে রাজ্য সরকার। বর্ষার মরসুমের শুরুতেই ডেঙ্গি মোকাবিলায় সব জেলা প্রশাসনকে আরও একবার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনায় মুখ্যসচিব বি পি গপালিকা রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। ভার্চুয়াল এই বৈঠকে একদিকে যেমন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় কোথাও যাতে জল না জমে সেই নির্দেশ দেওয়া হয়েছে, তেমনই নিকাশি ব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার কথাও বলেছেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত বছরের পরিস্থিতি বিচার করে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলাকে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।