গঙ্গার নীচেও মিলবে মোবাইলের নেটওয়ার্ক, জানাল কলকাতা মেট্রো...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : গঙ্গার নীচেও মেট্রোর মধ্যে এবার মোবাইলের নেটওয়ার্ক মিলবে। সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। পরিষেবা উন্নত করতে এই পদক্ষেপ করা হয়েছে। এমনটাই জানালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে মোবাইলের নেটওয়ার্ক বৃদ্ধি করা হয়েছে গঙ্গার নীচের সুড়ঙ্গে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার পথ জুড়ে গঙ্গার নীচে সুড়ঙ্গ তৈরি করে মেট্রো চালানো হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সেই পরিষেবা সদ্য চালু হয়েছে। প্রতিদিন বহু মানুষ এই রুটের মেট্রোয় ওঠেন এবং গন্তব্যে পৌঁছন। কিন্তু সুড়ঙ্গে প্রবেশ করলেই মোবাইল ফোন থেকে নেটওয়ার্ক চলে যায়। যা নিয়ে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফলে কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা যায় না। মোবাইলের ইন্টারনেটও কাজ করে না।
এই সমস্যা নিয়ে এবার তৎপর হল মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গঙ্গার নীচে মেট্রোর মধ্যে আর নেটওয়ার্কের সমস্যা হবে না। নেটওয়ার্ক মিলবে সুড়ঙ্গে মেট্রো প্রবেশের পরেও। ফাইভ-জি নেটওয়ার্কই পাবেন যাত্রীরা।