শহরে ঘোড়ার গাড়ি বন্ধের আর্জি, মমতাকে চিঠি লিখলেন বিজেপির রূপালী...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় সম্প্রতি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। তিনি পেটা অর্থাৎ পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমালস, ইন্ডিয়ার সমর্থক। রূপালী এবার চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কী আর্জি তাঁর? শহরের ঘোড়ার গাড়ি বন্ধ করার আর্জি জানিয়েছেন রূপালী, সূত্রের খবর তেমনটাই। তিনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে ঘোড়ার গাড়ির অতিরিক্ত ব্যবহারের ফলে শহরের ৮টি ঘোড়ার মৃত্যু হয়েছে, এছাড়া কয়েকটি ঘোড়া অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছেন তিনি। ঘোড়ার গাড়ির কারণে রাস্তায় যানচলাচল ব্যাহত হয় বলেও চিঠিতে উল্লেখ করেছেন অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত রূপালী। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। মাত্র ৭ বছর বয়সে চলচ্চিত্র জগতে হাতেখড়ি হয় তাঁর। ২০০০ সাল থেকে একের পর এক কাজের মাধ্যমে টেলিভিশনের দুনিয়ায় জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ২০২৪ সালের মে মাসে তিনি বিজেপিতে যোগদান করেন।