পরিবেশ বান্ধব গাড়ি ক্রয়ে কর ছাড়ের মেয়াদ বাড়াল রাজ্য সরকার ...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : বিদ্যুৎ চালিত এবং পরিবেশ বান্ধব গাড়ি কেনায় উৎসাহ দিতে রেজিস্ট্রেশন ফি ও পথ করে ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য সরকার। এই সময়সীমা আরও ১ বছর বাড়ানো হয়েছে। পরিবেশ বান্ধব বা বৈদ্যুতিক গাড়ি কিনলে আগামী ১ বছর রেজিস্ট্রেশন ফি ও পথ করে ছাড় মিলবে। ২০২২ সালে পরিবহণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানায়, পরিবেশ বান্ধব গাড়ি কিনলে দু’বছর রেজিস্ট্রেশন ফি ও পথ কর দিতে হবে না। এই সময়সীমা শেষ হতে চলেছে। তাই তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এরফলে মানুষের মধ্যে পরিবেশ বান্ধব গাড়ি কেনার ঝোঁক অনেকটাই বাড়বে বলে মনে করছে নবান্ন।