• শিয়ালদহে এবার শুধুই ১২ কামরার ট্রেন, পরিষেবা শুরু ১ জুলাই
    এই সময় | ২৮ জুন ২০২৪
  • এই সময়: নারকেলডাঙা, রানাঘাট, বারাসত এবং সোনারপুর — শিয়ালদহ ডিভিশনের চারটি শেডেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে কোচ কনভার্শনের। এজন্য চেন্নাই থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ১০টি ট্রেন। তাদের কামরা খুলে জোড়া হচ্ছে অন্য কামরার সঙ্গে। এদিকে, শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দপ্তর থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে শিয়ালদহ স্টেশনে শুরু হবে ১২ কামরার ট্রেনের যাতায়াত।স্টেশন কর্তৃপক্ষ জানাচ্ছেন, ‘ডেডলাইন’ মেনে পূর্বঘোষিত তারিখেই ৯ কামরার ট্রেনকে বিদায় জানাতে চলেছে শিয়ালদহ। মেন, নর্থ এবং সাউথ — তিনটি সেকশন মিলিয়ে প্রতিদিন ৮৯২টি লোকাল ট্রেন চলে এই ডিভিশনে। কর্তৃপক্ষ জানাচ্ছেন, বর্তমানে এই ডিভিশনে রেক রয়েছে ১১০টি। এর মধ্যে ৩৮টি রেক ৯ কামরার।

    প্রতিটি রেককেই ১২ কামরার করে তোলার পথে সবচেয়ে বড় বাধা ছিল শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। রেলের আধিকারিকদের হিসেব, ব্যস্ত সময়ে একটি ট্রেনের এক একটি কামরায় ৩৫০-এর কাছাকাছি যাত্রীর জায়গা হয়। সেই হিসেবে একটি ৯ কামরার ট্রেনে যত যাত্রীর জায়গা হয় তার চেয়ে একটি ১২ কামরার ট্রেনে অন্তত ১ হাজার যাত্রী বেশি উঠতে পারেন।

    ট্রেনে যাত্রীদের ভিড় কমানোর জন্যই শিয়ালদহ থেকে শুধুই ১২ কামরার ট্রেন ছাড়ার পরিকল্পনা করা হয়। এই কাজের জন্য শিয়ালদহে এক দফায় প্ল্যাটফর্ম সম্প্রসারণ, এক দফায় সিগন্যাল এবং ওভারহেড তারের লে-আউট বদল এবং শেষ দফায় প্ল্যাটফর্মগুলোয় ১২ কামরার ট্রেন ঢোকা-বেরোনোর মহড়া দেওয়ার কাজ চলে।

    শিয়ালদহের ডিআরএম দীপক নিগম বলেন, ‘আমরা ডেডলাইন পূর্ণ করতে পেরেছি। যাত্রীদের অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে। সেজন্য এদের ধন্যবাদ প্রাপ্য।’
  • Link to this news (এই সময়)