সরকারি ভবনে নীল-সাদা রং নয় কেন, উষ্মা প্রকাশ মমতার
এই সময় | ২৮ জুন ২০২৪
এই সময়: সরকারি কাজে, সরকারি ভবনে কোথাও কোথাও রাজ্যের স্বীকৃত রং (স্টেট কালার) আকাশি নীল ব্যবহার করা হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলিতে গেরুয়া রং ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে হকার উচ্ছেদ অভিযান নিয়ে রিভিউ মিটিং ছিল। সেখানেই এদিন এই প্রসঙ্গে ওঠে।এদিন দখলদারি উচ্ছেদে এক মাস সময় দেওয়া নিয়ে বর্ষার প্রসঙ্গ ওঠে। তখন তিনি জানান যে, কেষ্টপুর-বাগজোলা খালে ড্রেজিং ভালো হয়েছে। সৌন্দর্যায়নের জন্য তিনি দমকল মন্ত্রী সুজিত বসুর প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তবে খালের দুই ধারে সৌন্দর্যায়নের জন্য ‘স্টেট-কালার’ আকাশি নীল রং ব্যবহার করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সাম্প্রতিক অতীতে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেখলাম, বেশিরভাগ বিল্ডিংয়ে লাল, না হলে গেরুয়া রং লাগিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু কোথাও আমার পার্টির কালার ব্যবহার করি না।’ এর পরেই মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দায়িত্ব দেন, সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত সরবরাহকারীদের বলে দিতে যে গেরুয়া বা লাল রাজ্যের রং নয়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আকাশি রং-কে রাজ্যের রং হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কেন সেই রংয়ের ব্যবহার কেন করা হচ্ছে না?’ মমতা এও জানান যে, বহু জায়গায় আকাশি রং করতে গিয়ে ভুলভাল রং করা হয়। তিনি বলেন, ‘এক্ষেত্রে পূর্ত দপ্তরকে বলব, নবান্নের রং অনুসরণ করতে। এই রংটাই সবাইকে পাঠানো হোক। আমি মুখ্যসচিবকে দায়িত্ব দিচ্ছি, এই বার্তা যেন প্রত্যেক দপ্তরে পৌঁছে দেওয়া হয়।’
মুখ্যমন্ত্রীর মত, ‘জামা-কাপড় কে কী রংয়ের পরবেন, তা যার যার নিজস্ব ব্যাপার। ব্যক্তিগত বাড়ির ক্ষেত্রেও নিজের পছন্দের রং ব্যবহার করতে পারেন। কিন্তু সরকারি বাড়ির ছাদগুলো গেরুয়া করে কী লাভ?’