সরকারি বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ তৃণমূল বিধায়ক, ভর্তি হাসপাতালে...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বিধানসভার ইন্ড্রাষ্টি কমার্স এণ্ড এন্টারপ্রাইজ স্ট্যান্ডিং কমিটির বৈঠক করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কমিটির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। বিধায়কের পরিবার সূত্রে জানা গেছে, তাঁর স্ট্রোক হয়েছে। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিধায়ক।
ইতিমধ্যে মেডিক্যাল কলেজে তাঁর এমআরআই হয়েছে এবং আরও কিছু কিছু পরীক্ষা হয়েছে। হাসপাতালে আরও কিছুদিন তাঁকে চিকিৎসাধীন থাকতে হতে পারে বলে জানা গেছে।
নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ বলেন, 'রাজ্য বিধানসভার ইন্ড্রাষ্টি কমার্স এণ্ড এন্টারপ্রাইজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য গত তিনদিন ধরে কমিটির সদস্যদেরকে নিয়ে বর্ধমান- দুর্গাপুর- আসানসোল সহ একাধিক জায়গায় বৈঠক এবং পরিদর্শন করছিলেন কানাইবাবু।'
তিনি জানান, 'আজ সকালে বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন তিনি।' সঙ্গে সঙ্গে তাঁকে পুরষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার খুব একটা উন্নতি না হওয়াতে চিকিৎসকরা দ্রুত বিধায়ককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। "