• বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান বোলপুরে, রামপুরহাটেও NH 'সাফ' মিশন
    এই সময় | ২৮ জুন ২০২৪
  • রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি উচ্ছেদ। রামপুরহাটে জাতীয় সড়কের জায়গা জবরদখল করে চলছিল অস্থায়ী দোকান। সেখানেই শুক্রবার উচ্ছেদ পুলিশের সহায়তায় অভিযান চালাল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে, এদিন বোলপুরে আজও বেশ কিছু জায়গায় চলে উচ্ছেদ অভিযান।জানা গিয়েছে, রামপুরহাটে জাতীয় সড়কের ধারে দোকানগুলিকে সরিয়ে ফেলার জন্য মার্চ মাসেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছিল নির্দেশিকা। কিন্তু সেই নির্দেশিকায় কোনও কাজ হয়নি। তাই এদিন রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানগুলিকে উচ্ছেদ করল স্থানীয় প্রশাসন। এদিন রামপুরহাটের মুনসুবা মোড় থেকে সানঘাটা মোড় পর্যন্ত ভাঙা হয় জাতীয় সড়কের জায়গায় তৈরি হওয়া স্থায়ী বা অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। । পরবর্তী পর্যায়ে সানঘাটা থেকে বাস স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।

    এদিন সকাল থেকেই বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড় থেকে বুলডোজার দিয়ে দখলমুক্ত করার অভিযান শুরু হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, এই সড়কের দু’ধারে ১০০ ফুট চওড়া জায়গা দখলমুক্ত করার কাজ চলছে।

    অবৈধ দখলদার মুক্ত করার নোটিস মহকুমা শাসক জারি করেছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, মুনসুবা মোড় থেকে সানঘাটা পর্যন্ত দখলমুক্ত কাজের পর দ্বিতীয় দফায় রামপুরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত অভিযান হবে।

    চলতি সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে পুরসভা, পুলিশ। লোকসভা নির্বাচন মেটার পরেই বিভিন্ন জেলার পুর প্রশাসক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে দ্রুত অবৈধ দখলদারি উচ্ছেদের ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। সমস্ত পুরসভা এলাকাতেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। শুক্রবারও সকল থেকে বোলপুর পুরসভার বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বোলপুর চৌরাস্তা থেকে চিত্রা মোড় হয়ে নিশা লজ পর্যন্ত উচ্ছেদ চলে। অন্যদিকে, বোলপুর চৌরাস্তা থেকে কাশিমবাজার পর্যন্ত বোলপুর পুরসভা এদিন পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালায়।

    বিষয়টি নিয়ে বোলপুরের এসডিও অয়ন নাথ বলেন, ‘বোলপুরের এই রাস্তায় যেখানে পথচারীদের চলার কথা, সেখানে স্থায়ী কিছু দোকান ফুটপাথের উপর কিছু স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করেছে। সেখানে আজকে ওঁদেরকে আমরা সতর্ক করলাম। কিছু অস্থায়ী কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। বাকিদেরকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
  • Link to this news (এই সময়)