• বিশ্বকাপের সেমি ফাইনাল দেখে গঙ্গায় স্নান, তলিয়ে গেলেন উত্তরপাড়ার যুবক
    এই সময় | ২৮ জুন ২০২৪
  • ভারত বনাম ইংল্যান্ড-টানটান ম্যাচ! সেমি ফাইনালের সেই রোমহর্ষক খেলা রাত জেগে দেখেছিলেন হুগলির সৌরভ চট্টোপাধ্যায়। পরের দিন ঘুম চোখে তিনি গঙ্গায় গিয়েছিলেন স্নান করতে। কিন্তু, ঘুম চোখে স্নান করতে গিয়েই হল বিপত্তি। তলিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। এলাকায় শোকের ছায়া।উল্লেখ্য, গোটা দেশ এই মুহূর্তে ক্রিকেট জ্বরে ভুগছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জোটেনি ট্রফি। গতবার টি-২০ বিশ্বকাপের সেমিতে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাই বিষ্যুদের সেমি ফাইনালের দিকে সব নজর ছিল। হুগলির সৌরভও ছিলেন ক্রিকেট অন্তপ্রাণ। সারারাত জেগে দেখেছিলেন সেমি ফাইনাল। হাসি মুখেই তিনি গিয়েছিলেন ঘুমোতে। পরিবারের সদস্যদের কথায়, গঙ্গায় স্নান করা সৌরভের দীর্ঘদিনের অভ্যাস। শুক্রবারও তিনি স্নান করতে গিয়েছিলেন। কিন্তু, এদিন জোয়ারে তলিয়ে যান তিনি।

    গত কয়েক মাসে উত্তরপাড়া গঙ্গার ঘাটগুলিতে ডুবে মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল। জানা গিয়েছে, ২৭/১ আর কে স্ট্রিটের বাসিন্দা ছিলেন বছর ৪০-এর সৌরভ চট্টোপাধ্যায়। তিনি রেলে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ভারত ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখেন গভীর রাত পর্যন্ত। ভোরে বন্ধুর সঙ্গে রামঘাটে গঙ্গায় স্নান করতে যান। সেই সময় জোয়ারের জলে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরপাড়া থানার পুলিশ। পরে গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

    তাঁর প্রতিবেশী অশিস ঘোষাল বলেন, 'সৌরভ সাঁতার জানত না। তবে গঙ্গায় আগেও ও স্নান করেছে। কিন্তু, এদিন ঘাট যথেষ্ট পিচ্ছিল ছিল। সাঁতার না জেনে গঙ্গাস্নান করতে নামা উচিত নয়। আচমকাই জোয়ারে এই দুর্ঘটনা ঘটেছে।' ইতিমধ্যেই সৌরভের দেহ উদ্ধার করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিজনেরা। অনেকেই দাবি করছেন, তিনি সকালবেলা ঘুম চোখেই গঙ্গাস্নানে গিয়েছিলেন। ঘাট পিচ্ছিল ছিল বিস্তর, এমনটাই দাবি করা হয়েছে তাঁদের তরফে।

    এদিকে কেন বারবার গঙ্গায় তলিয়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটছে? এর কারণ হিসেবে সচেতনতার অভাবকেই দুষছেন অনেকেই। স্থানীয়দের কথায়, ‘সাঁতার না জেনে গঙ্গায় স্নান করতে নামাটা অবশ্যই সংকটের। যাঁরা সাঁতার জানেন না অথচ গঙ্গায় স্নান করতে নামেন তাঁদের অবশ্যই সচেতন থাকা উচিত। সঙ্গে এমন কাউকে রাখা উচিত যিনি সাঁতার জানেন বা পরিস্থিতির উপর নজর রাখতে পারবেন।’
  • Link to this news (এই সময়)