২ বছর পর ফের সুখবর, ১৩০০ কেজি মালদার হিমসাগর যাচ্ছে দুবাই-ব্রিটেন
এই সময় | ২৮ জুন ২০২৪
এবার বিদেশে পাড়ি দিচ্ছে মালদার হিমসাগর আম। স্বাদে গন্ধে অতুলনীয় এই আমের চাহিদা দেশের বাজারে ব্যাপক। ইতিমধ্যে মালদার এই আম জিআই তকমা পেয়েছে। সেই সুবাদে হিমসাগর প্রজাতির আমের চাহিদা আরও বেড়েছে। এমনকী, ব্যবসায়ী থেকে কৃষক, প্রত্যেকেই ভালো দাম পাচ্ছেন এই আম ফলন এবং বিক্রি করে।গত দুই বছর আগে মালদার আম বিদেশে রফতানি হয়েছিল। বিভিন্ন কারণে গত বছর মালদার হিমসাগর আম বিদেশে রফতানি করা সম্ভব হয়নি। চলতি বছর মালদার আম বিদেশে পাঠাতে প্রথম থেকেই উদ্যোগ নিয়েছিলেন কিছু ব্যবসায়ী। তাঁদের প্রচেষ্টাতেই মালদার আমের গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠানোর উদ্য়োগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদার হিমসাগর বিদেশে পাড়ি দেবে।
উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে মালদার আমের ফলন অনেকটাই কম হয়েছে। এর জন্য খামখেয়ালী আবহাওয়াকেই দায়ী করছেন উদ্যান পালন দফতরের আধিকারিকরা। শুধু তাই নয়, স্থানীয় বাজারেও আমের দাম বিস্তর চড়া। এরই মধ্যে বেশ কিছু রফতানিকারক এই বছর মালদার আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন।
উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, দুবাই ও ব্রিটেনে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে। এই দুটি দেশে প্রথমে ১৩০০ কেজি আম পাঠানো হবে। সমস্ত আম হিমসাগর প্রজাতির। সেখানে এই আম বিক্রি ভালো হলে অন্যান্য দেশেও হিমসাগর রফতানির পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে বিদেশে আম রফতানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে। বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের আম বিদেশে পাড়ি দিতে চলেছে।
উল্লেখ্য, মালদার আম বিদেশে পাড়ি দিলে কৃষকদের বাণিজ্যিক লাভ হতে চলেছে। একইসঙ্গে লাভবান হবেন ব্যবসায়ীরাও। বিদেশে দাম ভালো পাওয়া গেলে বাণিজ্যিক লাভ যেমন হবে তেমনই আন্তর্জাতিক স্তরে খ্যাতি পাবে মালদার হিমসাগর আম।
ফলে আগামীদিনে উপযুক্ত দামে এই আম রফতানির পরিসর আরও বাড়তে চলেছে। বিদেশে হিমসাগর রফতানির খবরে স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ীরা। হাসি ফুটেছে আম চাষিদের ঠোঁটেও। এখন দেখার হিমসাগর আম বিদেশের বাজারে নাম এবং দাম কেমন পায়!