সৌরভের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জেগে ভারত-ইংল্যান্ড টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখেন সৌরভ। এর পর ভোরে এক বন্ধুর সঙ্গে উত্তরপাড়ার রামঘাটে স্নান করতে চলে যান। সেখানেই জোয়ারের জলে তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সৌরভের বন্ধু পুলিশ এবং পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। পরে গঙ্গা থেকে সৌরভের দেহ উদ্ধার হয়।
এ প্রসঙ্গে যুবকের প্রতিবেশী আশিস ঘোষাল বলেন, ‘‘সৌরভ সাঁতার জানত না। তা সত্ত্বেও গঙ্গায় স্নান করতে নেমেছিল। ঘাটে শ্যাওলা জমে আছে, যথেষ্ট পিচ্ছিল। সাঁতার না জেনে গঙ্গাস্নান করতে নামা উচিত নয়। সচেতনতার অভাবেই বার বার এই ঘটনা ঘটছে।’’
সৌরভের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। উল্লেখ্য, গত কয়েক মাসে উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলিতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল।