বৈঠকে পূর্ত সচিব অন্তরা আচার্যের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সাদা পাথর ব্যবহার করা যাবে না। স্থানীয় পাথর-জমি-বালি মাফিয়ারা এটা করে খাচ্ছে। কেন আমি বদনাম নেব? তারা এক হাতে টাকা নিচ্ছে। আরে এক হাতে বিজেপিকে টাকা দিচ্ছে।’’ সেই সূত্রেই মমতা দাবি করেছেন, ‘‘আমার দল টাকা চায় না। দরকারে মানুষের কাছে ভিক্ষা করব। সরকারি টাকায় কোনও কাজ করি না।’’ তাঁর অভিযোগ, ‘‘কেন্দ্রের অফিসারেরা গিয়েও কিছু অংশ কমিশন খায়।’’
মুখ্যমন্ত্রী জানান, পূর্ত দফতরকে রাস্তার হাল নিয়মিত খতিয়ে দেখতে হবে। রাস্তা তৈরির পরে ঠিকাদারকেই পাঁচ বছর তার দায়িত্ব নিতে হবে। না-হলে সংশ্লিষ্ট ঠিকাদার কালো তালিকাভুক্ত হবেন। তাঁকে কাজের টাকার দ্বিগুণ অঙ্ক জরিমানা করা হবে।