আজকাল ওয়েবডেস্ক: শেওড়াফুলি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে লাইনে পড়ে গেলেন যুবক। কাটা গেল যুবকের একটি পায়ের নিম্নাংশ। শুক্রবার ঘটনাটি ঘটে পূর্ব রেলের হাওড়া–বর্ধমান মেন শাখার শেওড়াফুলি স্টেশনে। ওই যাত্রীর পায়ের একটি অংশের উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। গুরুতর জখম অবস্থায় ওই যুবক শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি। স্থানীয়দের কথায়, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। অফিস টাইমে ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেললাইনে পড়ে যান এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকর্মীরা উদ্ধার করেন। তবে যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। যদিও যাত্রীর মোবাইল ফোনটি পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে আহত যুবকের পরিচয়, বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি।