স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন উত্তরপাড়ার যুবক
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গায় ডুবে মৃত উত্তরপাড়ার যুবক। মৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায় (৪০)। উত্তরপাড়ার আরকে স্ট্রিটের বাসিন্দা ছিলেন তিনি। ভারতীয় রেলে কর্মরত ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টিভিতে ভারত–ইংল্যান্ড ম্যাচ দেখেন সৌরভ। তারপর শুক্রবার ভোরে এক বন্ধুর সঙ্গে উত্তরপাড়ার রামঘাটে স্নান করতে যান। সেখানেই জোয়ারের জলে তলিয়ে যান তিনি। সৌরভের বন্ধু পুলিশ এবং পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। ডুবুরি নামিয়ে গঙ্গা থেকে সৌরভের দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, সৌরভ সাঁতার জানত না। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।