সকাল থেকেই হল শুরু, রবিবার অবধি দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা ...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার অবধি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা তথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে টানা বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, শুক্রবার দক্ষিণের তিন জেলা তথা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে রয়েছে।