• হেমন্তের প্রত্যাবর্তনকে স্বাগত, সমাজমাধ্যমে পোস্ট মমতার ...
    আজকাল | ২৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জমি দুর্নীতি মামলায় শুক্রবার জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'হেমন্ত সোরেন, গুরুত্বপূর্ণ জনজাতি নেতা। একটি মামালার জেরে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। কিন্তু মহামান্য হাইকোর্টে জামিন পেয়ছেন। এই ঘটনায় আমি অত্যন্ত খুশি। আমি নিশ্চিত জনসমক্ষে তাঁর কাজ দ্রুততার সঙ্গে শুরু করবেন।' গত জানুয়ারিতে আর্থিক দু্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছিল হেমন্তকে। ৬০০ কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ ছিল হেমন্তের বিরুদ্ধে। গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তকে গ্রেপ্তার করেছিল ইডি। গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপরেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। অবশেষে জামিনে মুক্তি পেতে চলেছেন হেমন্ত। অবশ্য গ্রেপ্তারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এদিকে, হেমন্তের জামিনের বিরুদ্ধে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর। 
  • Link to this news (আজকাল)