আর ৯ বগি নয়, ১জুলাই থেকে শিয়ালদার সব সেকশনেই ১২ কামরার ট্রেন ...
আজকাল | ২৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলের শিয়ালদা স্টেশন থেকে শহরতলির বিভিন্ন স্টেশনে আগামী পয়লা জুলাই থেকে সম্পূর্ণ রূপে ১২ কোচের EMU লোকাল ট্রেন চালানোর জন্য এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পয়লা জুলাই থেকে এই পরিষেবা পেতে ১২কোচ কার কম্পোজিশন সহ তৃতীয় ধাপের কাজটি দ্রুত গতিতে করা হচ্ছে। নতুন আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) সিস্টেম এবং ইয়ার্ড রিমডেলিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজগুলি প্রায় শেষ হয়ে গেছে এবং বাকি সামান্য কয়েকটি কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে। শিয়ালদা ডিভিশনের ৯ কোচের ইএমইউ-এর অনেক রেক ছিল। গত ছ' মাস ধরে এই ডিভিশনের নারকেলডাঙা এবং বারাসাতে ইএমইউ রক্ষণাবেক্ষণ কারশেডগুলিতে অতিরিক্ত মোটর কোচ এবং ট্রেলার কোচ সংযুক্ত করে ৯-কার ইএমইউকে ১২-কার ইএমইউতে রূপান্তর করার জন্য দিনরাত কাজ করছে। পাশাপাশি আইসিএফ থেকে প্রাপ্ত ১০টি নতুন রেক সফলভাবে কমিশন করা হয়েছে। রূপান্তরের কাজটি আগামী ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর। শনিবার ১,২,৫ নম্বর প্লাটফর্ম থেকে ১২ কোচের ইএমইউ লোকাল চালু হয়েছে, বাকি প্ল্যাটফর্মের কাজ শেষ হওয়ার মুখে।