• গলফগ্রিনে বৃষ্টির সময় গাছ ভেঙে পড়ল রিকশার উপর, মৃত্যু চালকের ...
    আজকাল | ২৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার রাস্তায় বৃষ্টিতে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত পেশায় রিকশাচালক। শুক্রবার সকালে বৃষ্টির সময় রাস্তার ধারে রিকশায় বসেছিলেন তিনি। সেই সময়েই তাঁর রিকশার উপর ভেঙে পড়ে একটি গাছ।

    কলকাতার বিভিন্ন অংশে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি চলেছে। গল্ফগ্রিনের দিকে কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বৃষ্টির সময় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রিকশায় ছিলেন ওই ব্যক্তি। আচমকা জোরে হাওয়া দেয় এবং পাশের একটি গাছ ভেঙে রিকশার উপরে পড়ে। এতে গুরুতর চোট পান রিকশাচালক।

    রিকশায় গাছ ভেঙে পড়েছে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওই ব্যক্তিকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অলোক কয়াল। বয়স ৪২ বছরের কাছাকাছি। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। কলকাতার গল্ফগ্রিন এলাকায় রিকশা চালিয়েই রোজগার করতেন। 

     
  • Link to this news (আজকাল)