তীর্থঙ্কর দাস: পরপর একই ঘটনার পুনরাবৃত্তি। এবার খাস কলকাতায় বোমাতঙ্ক বিমানে। কলকাতা থেকে পুনে যাওয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক। বিমান নম্বর আই৫-৩১৯। জানা গিয়েছে, শতাধিক যাত্রী ছিলেন ওই বিমানে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে নামিয়ে আনা হয়েছে। তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে একজন সন্ধেভাজনকে। এর আগে, এপ্রিল মাসে পরপর বোমা-হুমকি আসে কলকাতা বিমানবন্দরে।