• গড়িয়াহাটে শুরু হকার সার্ভে, নামলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার...
    আজকাল | ২৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুরু হকার সার্ভে। শুক্রবার সকালে গড়িয়াহাটে সমীক্ষা শুরু করল কলকাতা পুরসভা। পথে নামলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। সঙ্গে ছিলেন অফিসাদের দল। হকারদের সঙ্গে কথা বলে, তাঁদের একটি ফর্মও দেওয়া হয়। 

    পুরসভা সূত্রে খবর, হকারদের দোকান প্রতি পরিবারের একজনকে একটি করে ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভার পাশাপাশি সমীক্ষা করবে হকার কমিটিগুলিও। এই সমীক্ষার ভিডিওগ্রাফি করা হবে। আগামী ১ মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে পুরসভা। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রীর তৈরি হাইপাওয়ার কমিটি।

    মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে সমস্ত হকারদের পুলিশ তুলে দিয়েছে বা যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে এই কমিটির সদস্যরা সার্ভে করবেন এবং তাঁদের নাম নথিভুক্ত করবেন। ফুটপাত বেআইনিভাবে দখল রয়েছে কিনা সেই বিষয়টি যেমন একদিকে খতিয়ে দেখা হয়। 
  • Link to this news (আজকাল)