গোবিন্দ রায়: ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের (Humayun Kabir ) বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় পুলিশের রিপোর্টে অসন্তুষ্ট হাই কোর্ট। বৃহস্পতিবার পুলিশকে পুনরায় তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি।
মামলাকারী জয়ন্তী ধাড়া-সহ সকলেরই অভিযোগ ছিল, হাওড়ায় একটি রেস্তরাঁ লাগোয়া এলাকায় ফাঁকা জমি দখলের চেষ্টা চলছে। আশপাশের একাধিক জনের ব্যক্তিগত জমিতে কোথাও পাঁচিল তোলার জন্য মাটি খোঁড়া হয়েছে, তো আবার কোথাও কলম তোলা শুরু হয়েছে। মামলাকারীদের অভিযোগ ছিল, পুরো বিষয়টি নিজের প্রভাব খাটিয়ে করার চেষ্টা করছেন খোদ বিধায়ক।
এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশ রিপোর্ট দিয়ে জানায়, অভিযোগের কোনও সারবত্তা নেই। পুলিশ ঘটনাস্থলে গেলেও যে জমিতে দখলদারির কথা বলা হচ্ছে তা চিহ্নিত করতে সমর্থ হয়নি। পুলিশের এই রিপোর্ট অবশ্য মেনে নিতে চাননি বিচারপতি সিনহা। বলেন, তদন্ত মোটেও ঠিকভাবে হয়নি। জমি চিহ্নিত না করে কীভাবে এমন রিপোর্ট পেশ করল পুলিশ? নির্দেশ, ফের তদন্ত করতে হবে। স্থানীয় বিএলএলআরওকে দিয়ে প্রথমে জমি চিহ্নিত করিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করবে পুলিশ। মামলাকারীর নিরাপত্তাও সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।