সংসদে মহুয়া-সায়নীর 'ঘুমন্ত' ছবি ভাইরাল! ভিডিয়ো প্রকাশ হতেই সামনে সত্যিটা
এই সময় | ২৮ জুন ২০২৪
জনগণের রায়কে সম্বল করে ফের একবার সংসদে পা রেখেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। অন্যদিকে, প্রথমবার সাংসদ হয়েছেন রাজ্যের শাসক দলের অন্য দুই জনপ্রিয় মহিলা মুখ সায়নী ঘোষ এবং জুন মালিয়া। লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে সংসদে পা রেখেছেন তিনজনই।কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, সংসদে চোখে ঘুম মহুয়া এবং সায়নীর। এই পোস্টের সত্যতা যাচাই করে এই সময় ডিজিটাল। আর সেখানেই স্পষ্ট হয়, আদতে এই দাবির কোনও সত্যতা নেই। নিজেদের দায়িত্ব সজাগ এবং সতর্ক হয়েই পালন করছিলেন জুন, সায়নী এবং মহুয়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
ঠিক কী ভাইরাল হয়েছে?
সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, অধিবেশন চলাকালীন মহুয়া মৈত্র ঘুমোচ্ছিলেন এবং সায়নী ঘোষও ঘুমিয়ে পড়েছিলেন। জুন মালিয়ার চোখ নাকি ঢুলু ঢুলু। একটি স্টিল ইমেজ ব্যবহার করে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই দাবি করছিলেন।
তদন্ত
এই পোস্টের মধ্যে কি আদৌ কোনও সত্যতা রয়েছে? তা যাচাই করে দেখে এই সময় ডিজিটাল। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে সংসদের পুরো ভিডিয়োটি তুলে ধরেছেন তিনি। আর সেখানে দেখা যাচ্ছে, অপর সাংসদ যখন বক্তব্য রাখছিলেন সেই সময় মনযোগ সহকারে তা শুনছেন সায়নী, জুন এবং মহুয়া। গোটা ভিডিয়োটিতে দেখা যায়, সজাগভাবেই টেবিল চাপড়ে নিজের মতামত দিচ্ছেন সায়নী। আর সেই মুহূর্তের একটি স্টিল ছবি কেটে তা ভুলভাবে ব্যবহার করা হয়েছে, যা দেখে মনে হবে ,সায়নী এবং মহুয়ার চোখ বন্ধ।
কিন্তু, ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ উলটো বিষয়। সজাগ রয়েছেন তৃণমূলের তিন সংসদই। এছাড়াও কি ওয়ার্ড দিয়ে সার্চ করেও দেখা যায়, তিন সাংসদের সজাগ না থাকা নিয়ে কোনও খবর হয়নি। বরং প্রথমবার সংসদে পা রেখে কয়েকজন সাংসদের নিজস্বী নেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় বিস্তর ভাইরাল হয়েছিল।
সত্যিটা কী?
উপরের তদন্ত থেকে এটা স্পষ্ট যে তিন জন সংসদই সজাগ ছিলেন। তথ্য বিকৃত করে পেশ করার জন্য ক্যামেরার অ্যাঙ্গল ব্যবহার করা হয়েছে এবং অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।