• সিকিমে ঢুকলেও ভ্রমণে বাধা শিলিগুড়ির গাড়ির, বিশেষ পদক্ষেপ পর্যটন সংস্থার
    এই সময় | ২৯ জুন ২০২৪
  • শিলিগুড়ি থেকে পর্যটকরা গাড়ি ভাড়া করে যাচ্ছেন সিকিম। তবে, সেই গাড়িতে সিকিম ভ্রমণের সুযোগ নেই। সিকিম রাজ্যের নিজস্ব গাড়িতে করেই ভ্রমণ করতে হচ্ছে বেশিরভাগ পর্যটককে। যার জন্য অনেকটাই সমস্যায় পড়ছে শিলিগুড়ি থেকে সিকিমগামী গাড়িগুলি। সমস্যা সমাধানে রাজ্যের পরিবহণ দফতরের দ্বারস্থ হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে বাংলার যে কোনও ছোট গাড়িগুলির জন্য রাজ্য পরিবহণ বিভাগ এক বছরের জন্য একটি সুপারিশপত্র জারি করে। যাতে এটি সিকিমে প্রবেশের অনুমতি পায়। নির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে সিকিম সরকার 2,500 টাকা ফি দিয়ে এই ধরনের যানবাহনগুলির প্রবেশের অনুমতি দেয়। গাড়িটিকে এক বছরের জন্য রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শুধুমাত্র সংশ্লিষ্ট বছরের 31 ডিসেম্বর পর্যন্ত অনুমতি দেওয়া হয় থাকে। পুনরায় সেটিকে রিনিউ করতে হয়। যদি ১৭ জুন, ২০২৪-এ বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দ্বারা একটি সুপারিশ পত্র জারি করা হয়, তবে এটি ২০২৫ সালের জুন পর্যন্ত বৈধ থাকবে। কিন্তু সিকিম সরকার ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত অনুমতি দেয়। ফলত, ছয় মাস কম সময় পাচ্ছেন গাড়ির চালকরা।

    পাশাপাশি, এই যানবাহনগুলির পর্যটকদের দর্শনীয় স্থানে বা সিকিমের অন্যান্য স্থানে নিয়ে যাওয়ার অনুমতি নেই। পর্যটকদেরও অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ তাদের বহুবার যানবাহন বদলাতে হয়। শিলিগুড়ির গাড়িগুলিকে পর্যটকদের সিকিমে নামিয়ে ফেরত আসতে হয়। জানা গিয়েছে, বাংলা থেকে প্রায় 3,000 গাড়ি সিকিমে যাত্রী নিয়ে যায়। তবে, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে তাঁরা।

    গাড়ি চালকদের দাবি, সিকিমের বিধি নিষেধের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (HHTDN)-এর ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন কমিটির দাবি, যেখানে সিকিমের রেজিস্ট্রার করা গাড়ি বাংলায় যে কোনও জায়গায় যাওয়ার জন্য ছাড়পত্র রয়েছে, সেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ির গাড়ি এই সুযোগ সিকিমে পাচ্ছে না। এমনকি, যে গাড়ি গুলির অল ইন্ডিয়া পারমিট রয়েছে, সেগুলিও সিকিমে ট্রাভেল করার জন্য অনুমতি পাচ্ছে না।

    বিষয়টি নিয়ে এইচএইচটিডিএন-এর সম্পাদক সম্রাট সান্যাল জানান, যানবাহন চলাচলের বিষয়ে দুই রাজ্যের (বাংলা ও সিকিম) মধ্যে পারস্পরিক চুক্তি রয়েছে। আমরা চাই আমাদের রাজ্যের পরিবহন বিভাগ চুক্তিতে কোনো সংশোধন করার আগে পরিবহণকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করুক।
  • Link to this news (এই সময়)