ICDS সেন্টারে পালিত হল শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান। শিশুদের পুষ্টিগত খাবার প্রদান দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো সাজ সাজ রব স্কুল জুড়ে।নদিয়ার শান্তিপুরে আইসিডিএস সেন্টারে পালিত হল শিশুর অন্নপ্রাশন উৎসব। তবে কেন এই অন্নপ্রাশন উৎসব? শিশুর প্রথম মুখে ভাত বাড়িতে না হয়ে বিদ্যালয়ে করা হলো আজ। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৭২ নম্বর আইসিডিএস সেন্টারে আজ যেন খুশির আমেজ। সাত মাস থেকে নয় মাসের বয়সী শিশুদের মধ্যে একজনকে অন্নপ্রাশন দেয়া হল বেশ ঘটা করে। পাশাপাশিম পুষ্টিগত খাবারও প্রদান করা হল আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে।
প্রতিমাসের চতুর্থ শুক্রবার নিয়মানুযায়ী পুষ্টি দিবস, আর তাই চতুর্থ শুক্রবার হিসেবে সরকারি নিয়মকে মান্যতা দিয়ে অনুষ্ঠিত হলো শিশুর অন্নপ্রাশন উৎসব। আজ থেকেই শিশুদার পুষ্টিগত খাবার আইসিডিএস সেন্টার থেকে পাবে এমনটাই জানান আইসিডিএস সেন্টারের এক সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মী। তবে এই ঘটা করে অন্নপ্রাশন অনুষ্ঠান আয়োজন করায় যথেষ্টই খুশি শিশুর অভিভাবক এবং আইসিডিএস এ পাঠানো অন্যান্য শিশুরা। রীতিমত পঞ্চব্যঞ্জন রান্না করে পায়েস মিষ্টি সহযোগে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে অন্নপ্রাশন উৎসব পালন করা হল।
শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো, শান্তিপুর ব্লক আইসিডিএস এর সুপারভাইজার পারমিতা বিশ্বাস এবং এলাকার একাধিক শিশুর অভিভাবক এবং আইসিডিএস সেন্টারে পাঠরত শিশুরা। শিশুর অভিভাবক জানান, তিনি কোনদিন ভাবতে পারেননি সরকারিভাবে তাঁর সন্তানের এত সুন্দর ভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন উৎসব পালন করা হবে, এতে করে তিনি যথেষ্টই খুশি।
অপরদিকে, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, এই বিদ্যালয় বা আইসিডিএস সেন্টার সারা বছরই কিছু না কিছু নতুনত্ব ভাবে শিক্ষা দিয়ে থাকেন। শিশুদের এবং সরকারি সব রকম নিয়মকানুন মেনে চলে আজ এই অভিনব উদ্যোগ। এই আইসিডিএস সেন্টারের দিদিমণি জয়ন্তী রায় দত্ত যেভাবে পালন করেছেন তা সত্যি অভাবনীয়। সেন্টারের সুপারভাইজার পারমিতা বিশ্বাস জানান, সত্যি করেই সরকার নতুনত্ব উদ্যোগ নিয়ে শিশুদের পুষ্টিগুণ সম্পর্কে বিভিন্ন কার্যক্রম করতে বলে, আর সেখানে সেই কার্যক্রমের আওতায় পুষ্টিগত খাবার প্রদান করা আইসিডিএস এর অন্যতম কর্তব্য, তাই এইরকম অনুষ্ঠান করিয়ে শিশুদের পুষ্টিগত খাবার পাওয়ার যে অভিনব উদ্যোগ সরকার নিয়েছে তা সত্যিই অভাবনীয়।