আজকাল ওয়েবডেস্ক: মিড ডে মিলের খাবারে বিছে। অভিযোগ সেই খাবারই পরিবেশন করল স্কুল কর্তৃপক্ষ। খেতে গিয়ে খাবার চোখে পড়ে পড়ুয়াদের। স্কুল ছুটির পর সেই ঘটনা জানতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। ঘটনাটি জানানো হয়েছে স্থানীয় ব্লক প্রশাসনকে। ঘটনার রেশ গিয়ে পড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও। সেখানেও বিক্ষোভ দেখান অভিভাবকরা।
পড়ুয়াদের দাবি, অন্যান্য দিনের মতোই শুক্রবারও বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিলের রান্না হয়। নির্দিষ্ট সময়ে রান্না করা খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের। খাবার খেতে গিয়েই দেখা যায় ভাত, তরকারির সঙ্গে থালায় রয়েছে আস্ত বিছে। ওই পড়ুয়া বিষয়টি স্কুলের স্যর-ম্যাডামদের জানালে, তাঁরা কর্ণপাত করেননি বলে অভিযোগ।
তবে স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। এর পরই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লছমনপুর গ্রাম পঞ্চায়েতে। বিষয়টি জানানো হয়েছে গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনকেও।