• অবৈধ নির্মাণ ভাঙছে উত্তরপাড়া পুরসভা
    আজকাল | ২৯ জুন ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: দু' দুটি অবৈধ নির্মাণ ভেঙে দিল উত্তরপাড়া পুরসভা। হাইকোর্টের নির্দেশে শুক্রবার পুরসভার অন্তর্গত ৭ এবং ১৭ নম্বর ওয়ার্ডে অবৈধ ভাবে নির্মান হওয়া বহুতলের একাংশ ভাঙার কাজ শুরু হয়। অবৈধ হলেও যদিও ওই বহুতলে মিউটেশন করে ট্যাক্স দিয়ে বসবাস করছিলেন অনেকেই। এদিন সকালে ৫৬ নম্বর অমরেন্দ্র সরণীর গঙ্গার পাড়ে একটি বেআইনি ফ্ল্যাটের একাংশ পুলিশের উপস্থিতিতে ভেঙে ফেলার কাজ শুরু হয়। আবাসিকরা জানিয়েছেন, তাঁরা ফ্ল্যাট কেনার সময় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। পুরসভা সব দেখে মিউটেশন দিয়েছে। তাঁরা রীতিমত ট্যাক্সও দেন। হঠাৎ হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্মান নাকি অবৈধ। তাঁরা বিষয়টা আগে জানলে কিনতেন না। এই প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, উত্তরপাড়ার অমরেন্দ্র সরণী ও ভদ্রকালীর দুটি ফ্ল্যাটের একাংশকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। যাঁরা নির্মাণ করেছেন তাঁরা অনেক সময় নিয়ম মানেন না। আদালত যখন নির্দেশ দেয় তখন সময় বেঁধে দেয়। পুরসভার ইঞ্জিনিয়াররা গিয়ে নির্দেশ পালন করছেন। পুরসভার তরফে মানুষকে নানাভাবে সচেতন করা হয়েছে। বারবার বলা হয়েছে, কোনও সম্পত্তি কেনার আগে সেই সম্পত্তি সম্পর্কে যাবতীয় খোঁজ পুরসভা থেকে জেনে নিতে। অনেকে সেটা করেন না। আর প্রোমোটাররাও অনেক সময় ভুল বুঝিয়ে ফ্ল্যাট বিক্রি করে দেন। যদি কোনও নির্মাণে কাগজপত্র ঠিক না থাকে তাহলে পুরসভার কাছে এলে সেগুলি বাতিল করা হবে। পুরসভার নজরে বেআইনি কোনও কিছু পড়লে অভিযোগ করা হয়, পুলিশ ব্যবস্থা নেয়। ২৭ জুনের মধ্যে নির্দেশ পালন করতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)