• আর গরমে ক্লাস নয়, মুর্শিদাবাদের সরকারি স্কুলে এবার এসি
    এই সময় | ২৯ জুন ২০২৪
  • প্রচণ্ড গরমে নাজেহাল সকলেই। গরমের ছুটির পরে খুলেছে স্কুল। কিন্তু গরমের জন্য স্কুলে ছাত্রছাত্রী উপস্থিতির হার খুবই কম। এবার তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদের একটি সরকারি স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের কান্দি পুরসভার রসোড়া অম্বিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শিক্ষক শিক্ষিকাদের দেওয়া আর্থিক অনুদানে স্কুলের ক্লাস রুমে বসছে এসি মেশিন। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও ইনস্টলেশনের কাজ চলছে। ইতিমধ্যেই আটটি ক্লাস রুমে বসে গিয়েছে এসি মেশিন। যার ফলে খুশি ছাত্রছাত্রীরা। মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা তুলে এই এসি বসানো হচ্ছে বলে জানা গিয়েছে স্কুলের পক্ষ থেকে।৩ লাখ ৭৫ হাজার টাকার প্রকল্পমুর্শিদাবাদের কান্দি রসোড়া অম্বিকা উচ্চ বিদ্যালয় পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন দেওয়া হয়। গত কয়েক বছর ধরে স্কুলের মানোন্নয়নের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই স্কুলের ছাত্র ও ছাত্রীদের সংখ্যা ৯০০-র বেশি। কিন্তু তীব্র দাবদাহের কারণে গরমের ছুটির পর স্কুল খুললেও স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা অনেকটাই কম। যার জেরে চিন্তিত হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই স্কুলের পরিচালন সমিতি এবং শিক্ষকরা প্রথমে আলোচনা করেন কান্দি পুরসভা ও কান্দির বিধায়কের সঙ্গে। তাঁরা সম্মতি জানাতেই শিক্ষকরা নিজেদের বেতনের টাকা থেকে এবং স্কুলের শিক্ষকদের কো-অপারেটিভ ফান্ড থেকে টাকা জোগাড় করে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করে আটটি এসি লাগানোর ব্যবস্থা করেন ক্লাস রুমে।

    কী বলছেন প্রধান শিক্ষক?এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, 'স্কুলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই ক্লাস রুম শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। ক্লাসে পড়ুয়াদের সংখ্যা কমে যাচ্ছিল, যার কারণে পঠনপাঠনের মান নিম্নগামী হচ্ছিল। ফলে এই এসি বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা ইতিমধ্যেই বিষয়টি জেলা অবর বিদ্যালয় পরিদর্শক ও পুরসভাকে জানিয়েছি। আগামী কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে। বিভিন্ন ক্লাসে ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে এসি মেশিন।'

    পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে খুশির হাওয়াএদিকে গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে শিক্ষকদের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই। শিক্ষকদের উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন তাঁরা। এর ফলে আগামীদিনে স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)