নিম্নচাপের জেরে ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, শনি থেকেই বদলাবে আবহাওয়া
এই সময় | ২৯ জুন ২০২৪
বর্ষা প্রবেশ করলেও সক্রিয় ছিল না মৌসুমী বায়ু। কিন্তু, শনি থেকেই বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর জেরে শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃষ্টিপাতের দরুন কলকাতার তাপমাত্রা অনেকাংশে কম। শুক্রবার থেকেই শহরে বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার বৃষ্টিপাত বাড়তে পারে তিলোত্তমায়। এদিন মেঘলা থাকবে আকাশ। দিনের যে কোনও সময় হতে পারে বৃষ্টি। তবে বৃষ্টিপাত হওয়ার আগে এবং পরে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াতে পারে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৪ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
পশ্চিমবঙ্গের সমস্ত অংশেই প্রবেশ করেছে বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ু। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত শুক্রবার বিকেলের মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে, যা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওডিশা উপকূলে।
শনিবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। রবিবার ৩০ জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।
চলতি বছর উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু, দক্ষিণবঙ্গে তা পৌঁছতে বিস্তর সময় লাগে। সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে অবশেষে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু এবং দক্ষিণবঙ্গে শনিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।