মিল্টন সেন, হুগলি: গভীর রাতেই খুন করেছিল স্ত্রীকে। সাত সকালে খুনের ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জাঙ্গিপাড়ায়। সামান্য পারিবারিক অশান্তির পরিণতি। স্ত্রীর মাথায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর। মৃতার নাম আমেনা বেগম (৬০)। অভিযুক্ত স্বামী আজেম হোসেন পলাতক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ধীবপুর এলাকার। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জাঙ্গিপাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলাকে খুন করা হয় শুক্রবার গভীর রাতে। অভিযোগ, মৃতার স্বামী আজেম হোসেন ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে তাঁর স্ত্রী আমেনাকে। এলোপাথাড়ি কোপ মারতে থাকে। মাথায় একাধিক কোপ মারে। রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতেই লুটিয়ে পড়েন আমেনা। গভীর রাতের এই ঘটনা টের পাননি অন্য ঘরে থাকা পরিবারের বাকি সদস্যরা। খুনের ঘটনা প্রকাশ্যে আসে এদিন সকালে। রক্তাক্ত অবস্থায় মাকে মেঝেতে পরে থাকতে দেখে মৃতার ছেলে। এর পরই খবর দেওয়া হয় থানায়। পুলিশের প্রথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণেই এই খুন। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত স্বামীর।