আজকাল ওয়েবডেস্ক: শনিবার সাতসকালে বারুইপুরে দুর্ঘটনা। সবজির গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন দুই ব্যবসায়ী। ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন। শনিবার সকালে বারুইপুর থানার সাহাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যপুর হাট থেকে সবজি কিনে বিক্রির জন্য কলকাতায় আসছিল গাড়িটি। গাড়িতে একাধিক ব্যবসায়ী ছিলেন। সাহাপাড়া এলাকা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তখন বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছিল একটি বালিবোঝাই ট্রাক। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সবজির গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দুই সবজি বিক্রেতা। আহত হন আরও তিন জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কী করে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।