হচ্ছে না মেরামতির কাজ, শনি ও রবিতে শিয়ালদহ–বনগাঁ ও হাসনাবাদ শাখায় স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল...
আজকাল | ২৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শনি ও রবিবার মিলিয়ে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ শাখায় ১২ ঘণ্টা পাওয়ার ব্লক থাকার কথা ছিল। পূর্ব রেল আগেই জানিয়েছিল শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা মেরামতির কাজ হবে বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে একটি রেল সেতুতে। আপ এবং ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকার জেরে বনগাঁ, হাসনাবাদ শাখার ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কথা ছিল। কিন্তু সেই মেরামতির কাজ আপাতত হচ্ছে না। শুক্রবার রাতে রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শনিবার এবং রবিবার লোকাল ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে কী কারণে মেরামতির কাজ বন্ধ রাখা হল বা এই কাজ কবে হবে তা নিয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি।