আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। নিরাপত্তার কারণে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আসে রেলপুলিশ ও আরপিএফ। স্নিফার ডগ নিয়ে চালানো হয় তল্লাশি। রেল সূত্রে খবর, শুক্রবার ট্রেনের S8 কোচে ৬২ নম্বর সিটের কাছে একটি কালো রঙের স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ ধরে ব্যাগটির দাবিদার কেউ না আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াতে থাকে। বিষয়টি ট্রেনে কর্মরত রেলকর্মীদের জানানো হয়।
এরপর দক্ষিণেশ্বর স্টেশনে বিকেল ৪.৩০ নাগাদ ট্রেনটি পৌঁছলে যাত্রীদের নিরাপত্তার খাতিরে নামিয়ে দেওয়া হয়। আসে রেলপুলিশ ও আরপিএফ। আসেন বম্ব ডিসপোজাল বিভাগের কর্মীরা। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। কোথাও বম্ব বা ওই জাতীয় কিছু পাওয়া যায়নি। শেষপর্যন্ত সন্ধ্যা সাতটা নাগাদ ফের ট্রেনটি শিয়ালদার উদ্দেশে রওনা হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'ওই ট্রেনের যাত্রীদেরকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রেল। সড়কপথে তাঁদের জন্য গাড়ি এবং কিছু যাত্রীকে লোকাল ট্রেনে রওনা করিয়ে দেওয়া হয়েছে। যে ব্যাগটি নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল সেই ব্যাগে কোনও বোমা বা বিস্ফোরক ছিল না বলেই জানা গিয়েছে।'