স্থানীয় সূত্রে খবর, সূর্যপুর হাট থেকে সব্জি কিনে বিক্রির জন্য কলকাতায় আসছিল গাড়িটি। গাড়িতে বেশ কয়েক জন ব্যবসায়ী ছিলেন। সাহাপাড়া এলাকা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সেই সময় বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছিল একটি বালিবোঝাই ট্রাক। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সব্জির গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সব্জি বিক্রেতার। আহত হন আরও চার জন। এর পরেই স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এই ঘটনায় বারুইপুর এলাকার বাসিন্দারা পথসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, প্রতি দিনই সকালবেলায় এই এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি যাতায়াত করে। যার ফলে প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশের কড়া নজরদারি এবং বাম্পারের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা প্রশান্ত চক্রবর্তীর কথায়, ‘‘এই এলাকায় বাম্পার দরকার। পুলিশের নজরদারিও প্রয়োজন। না হলে প্রায়ই দুর্ঘটনা ঘটবে।’’