পুলিশ সূত্রের খবর, ধৃত সলিল পাসোয়ান ও অঙ্কিত নামে ওই দুই দুষ্কৃতীর বাড়ি বিহারের সমস্তিপুরে। ১৫ জুন বিটি রোডের উপরে অজয়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে বিহারের বেউর জেলে বন্দি দুষ্কৃতী সুবোধ সিংহের নাম উঠে আসে। ঘটনার দিন বেলঘরিয়া থানায় পুলিশকর্তাদের যখন ঘটনার বিবরণ দিচ্ছিলেন অজয়, সেই সময়ে তাঁর কাছে ফোন আসে। সেখানে সুবোধের নাম করেই হুঁশিয়ারি দেওয়া হয়। ১৬ জুন ফের অজয়কে ফোন করে সুবোধ হুমকি দেয় বলেও অভিযোগ। ওই দুই ফোন কারা, কোথা থেকে করেছিল, তার তদন্তে নেমেও বিহারের যোগসূত্র মেলে। সুবোধকে হেফাজতে পেতে এবং ফোনের রহস্যের উন্মোচনে বিহারে যায় ব্যারাকপুর সিটি পুলিশের বিশেষ দল।
বৃহস্পতিবার পুলিশ সলিল ও অঙ্কিতকে গ্রেফতার করে। দু’জনকে ব্যারাকপুরে আনা হচ্ছে বলেও খবর। ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জেনেছি, ওরা ফোনে হুমকি দিয়েছিল। আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে।’’ সুবোধ বা অন্য কার নির্দেশে দুই দুষ্কৃতী ফোন করেছিল, জানতে চান তদন্তকারীরা। সুবোধকে রাজ্যে আনার প্রস্তুতি চলছে। জুলাইয়ের প্রথমে তাকে হেফাজতে নিয়ে ব্যারাকপুরে ফিরতে পারেন তদন্তকারীরা।