প্রবল বৃষ্টিতে ফের ধস, বন্ধ শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা, সমস্যায় পর্যটকরা...
আজকাল | ২৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতভর প্রবল বৃষ্টিতে ফের ধস নামল শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তায়। শনিবার সকাল থেকেই ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামে। লিখুভিড় এবং ২৮ মাইলের মধ্যবর্তী এলাকা থেকে সেবকের করোনেশন সেতু সংলগ্ন এলাকায় ধসের জেরে ওই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত আপাতত বন্ধ রেখেছে প্রশাসন। শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। প্রসঙ্গত, গত এক মাসে অতিভারী বৃষ্টির জেরে লিখুভিড় এলাকায় বারবার ধস নেমেছে। রাস্তা সারাই করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে প্রতিবার। এবারও ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক। আপাতত ঘুরপথে চলছে গাড়ি। শিলিগুড়ির সঙ্গে সিকিম এবং কালিম্পংয়ের সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকরা। দার্জিলিং থেকে কালেবুং রাস্তাও রয়েছে বন্ধ।
প্রসঙ্গত, শিলিগুড়িতে মহানন্দা নদীর জলস্তরও বেড়েছে। জাতীয় সড়ক না–খোলা পর্যন্ত গাড়িগুলিকে লাভা গোরুবাথান রুট হয়ে যেতে বলা হয়েছে। এদিকে, আলিপুরদুয়ারের গুদামডাবরি এলাকায় প্রবল বৃষ্টিতে সড়কের উপড়ে গাছ পড়ে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এলাকায় দেখা দেয় যানজট।