শনি ও রবি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়
আজকাল | ২৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ধীরগতিতে হলেও অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। অতি ভারী না হলেও কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ভাল বৃষ্টি হয়েছে কলকাতা ও অন্যান্য জেলায়। শনিবার পশ্চিমের তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়ে হাওয়া অফিস। সেই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। দক্ষিণের আরও সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই জেলাগুলি হল দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। রবিবারও দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনা। তবে রবিবারের পর কমবে বৃষ্টি। উত্তরবঙ্গে বুধবার অবধি হবে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টিতে গরমের দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি।