আজকাল ওয়েবডেস্ক : রাজ্য-রাজ্যপাল সংঘাতে এখনও অব্যাহত শপথ জটিলতা। একাধিকবার অনুরোধের পরেও শপথ জট কাটাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কোনও উদ্যোগ নেননি বলেই অভিযোগ। স্পিকার বিমান ব্যানার্জি শনিবার আরও একবার বিধানসভায় এসে রাজ্যপালকে শপথ গ্রহণ করানোর অনুরোধ জানান।
দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে কার্যত নজিরবিহীন দ্বন্দ্ব তৈরি হয়েছে আইনসভা ও রাজ্যের সাংবিধানিক প্রধানের কার্যালয়ের মধ্যে। এই টানাপোড়েনের জেরে নিজেদের কাজ শুরু করতে পারছেন না বলে অভিযোগ সায়ন্তিকা ও রেয়াতের। বিধানসভায় শপথ নেওয়ার দাবিতে অনড় থেকে দুজনেই রোজ ধরনায় বসছেন। পাশে পেয়েছেন তৃণমূল নেতৃত্বকেও। রোজই প্রায় দলের কোনও না কোনও শীর্ষ নেতা এই ধরনায় যোগ দিচ্ছেন।