• হস্টেল থেকে লাঠি, ব্যাট উদ্ধারে মারধরের তত্ত্ব জোরালো হল, বিশদ তদন্তে পুলিশ ‌ ...
    আজকাল | ২৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বৌবাজারে যুবককে ‘‌পিটিয়ে খুনের’‌ ঘটনায় উত্তপ্ত কলকাতা। উদয়ন হস্টেল থেকে শুক্রবার ইরশাদ আলম নামে এক যুবককে উদ্ধার করা হয়। বেলগাছিয়ার বাসিন্দা ওই যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে ৪ জুলাই অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিকে, হস্টেল থেকে একাধিক লাঠি ও ক্রিকেট ব্যাট উদ্ধার করেছে পুলিশ। সেগুলি দিয়েই যুবককে মারধর করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে শুক্রবার সকালে হস্টেলের ভিতরে ঠিক কী ঘটেছিল, বিশদে তদন্ত করছে পুলিশ। জানা গেছে, ইরশাদ আলম চাঁদনি চক এলাকায় একটি টিভি সারাইয়ের দোকানে কাজ করতেন। শুক্রবার সকালে বৌবাজার এলাকায় মোবাইল চোর সন্দেহে টেনে–হিঁচড়ে তাঁকে উদয়ন হস্টেলের ভিতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখান থেকেই ইরশাদ ফোন করেন তাঁর দোকানের মালিককে। তিনি পুলিশ নিয়ে হস্টেলে যান এবং সেখান থেকে যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ইরশাদ মারা যান। এই ঘটনায় যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের প্রত্যেকেই কোনও না কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিংবা বর্তমান ছাত্র। ধৃতেরা আদতে ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহারের বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার ওই হস্টেলের এক আবাসিকের মোবাইল ফোন চুরি গিয়েছিল। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। শুক্রবার সকালে ইরশাদকে এলাকায় ঘুরতে দেখে মোবাইল চোর সন্দেহে টানতে টানতে হস্টেলের ভিতর নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযোগ উঠেছে, মারধরের খবর পেয়ে শুক্রবার যখন উদয়ন হস্টেলের সামনে পুলিশ পৌঁছয়, তখন হস্টেলের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ ডাকাডাকি করার ‌‌প্রায় দু ঘণ্টা পর দরজা খোলা হয়। দেখা যায়, সিঁড়ি দিয়ে আহত যুবককে নামিয়ে আনা হচ্ছে। অভিযোগ, দোতলায় যুবককে মারধর করা হয়েছিল। তার আগে ফুটপাথেও তাঁকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। হস্টেলের ভিতরে কোথায় কী ঘটেছিল, দোতলায় যুবকের সঙ্গে কী করা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ ডিলিটের অভিযোগও উঠেছে এক দল অভিযুক্তের বিরুদ্ধে। 
  • Link to this news (আজকাল)