• ‌মাধ্যমিক শুরু ১০ ফেব্রুয়ারি
    আজকাল | ২৯ জুন ২০২৪
  • আজকালের প্রতিবেদন:‌ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। শুক্রবার জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। পর্ষদের পক্ষ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ‌৪৫ মিনিট থেকে। শেষ হবে দুপুর দুটোয়। প্রথম ১৫ মিনিট থাকছে প্রশ্ন পড়ার জন্য। এবছর মাধ্যমিকের ফল প্রকাশের দিন পর্ষদ জানিয়েছিল, আগামী বছরের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি শেষ হবে। কিন্তু শুক্রবার পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, ১২ নয়, পরীক্ষা দু’‌দিন এগিয়ে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হবে।

    পরীক্ষাসূচি:‌ ১০ ফেব্রুয়ারি (‌সোমবার)‌– প্রথম ভাষা, ১১ ফেব্রুয়ারি (‌মঙ্গলবার)‌– দ্বিতীয় ভাষা, ১৫ ফেব্রুয়ারি (‌শনিবার)‌– অঙ্ক, ১৭ ফেব্রুয়ারি (‌সোমবার)‌– ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি (‌মঙ্গলবার)‌– ভূগোল, ১৯ ফেব্রুয়ারি (‌বুধবার)‌– জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি (‌বৃহস্পতিবার)‌– ভৌতবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি (‌শনিবার)‌– ঐচ্ছিক বিষয়। প্রসঙ্গত, মাধ্যমিক শেষ হওয়ার এক সপ্তাহ পরই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই আগামী বছরের পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ দুপুর ১টা ১৫ মিনিটে।  
  • Link to this news (আজকাল)