ফের তৎপর ইডি, আর্থিক প্রতারণা মামলায় কলকাতার একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান ...
আজকাল | ২৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফের তৎপর ইডি। শনিবার সকালে কলকাতা এবং শহরতলি জুড়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। কলকাতা এবং আশপাশের অন্তত আটটি জায়গায় চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্ত করতেই শনিবার সকালে এই তল্লাশি অভিযান। জানা গেছে, আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি। প্রসঙ্গত, ২০২১ সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলার তদন্ত করছে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু করেছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে।
নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে বিনিয়োগ করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। সূত্রের খবর, কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে এই টাকা তোলা হয়েছে। ওই মামলার তদন্ততেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।