• 'বিচারব্যবস্থায় যেন রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে,' প্রধান বিচারপতির সামনেই আর্জি মমতার
    আজ তক | ২৯ জুন ২০২৪
  • বিচারব্যবস্থায় যেন রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে। দেশের প্রধান বিচারপতি  ডিওয়াই চন্দ্রচূড় সামনেই অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির ২ দিনের সম্মেলন শুরু হয়েছে। সেখানে একই মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 

    মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই মঞ্চ থেকে বলেন, 'কথাটা বলার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাউকে হেনস্থা করার কোনও উদ্দেশ আমার নেই। আমার বিনম্র অনুরোধ, বিচারব্যবস্থায় যেন কোনও রাজনৈতিক পক্ষপাত না থাকে। বিচারব্যবস্থায় বিশুদ্ধতা, সততা, গোপনীয়তা বজায় থাকে। সরকারের জন্য নয়, মানুষের জন্য বিচারব্যবস্থা হওয়া উচিত। বিচারব্যবস্থা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারলে মানুষ বিচারের আশায় কোথায় যাবে? যখন আমারা ভয়ঙ্কর নির্যাতন দেখি তখন আমরা এটাই প্রত্যাশা করি যে, শুধুমাত্র বিচারব্যবস্থাই এই সমস্যার সমাধান করতে পারবে।'
    প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'বিচারপতিরা যেন সমাজের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করেন। বিচার করতে হবে সমাজকে নিয়ে সংবিধানের দৃষ্টিভঙ্গি মাথায় রেখে।'
  • Link to this news (আজ তক)