• সবজির গাড়ি করে পাচারের চেষ্টা, উদ্ধার লাখ লাখ টাকার চোলাই মদ, গ্রেফতার ১
    এই সময় | ৩০ জুন ২০২৪
  • চোরাই মাল পাচারের জন্য নিত্যু নতুন কায়দা অবলম্বন করে পাচারকারীরা। তবে, প্রশাসনের কড়া নজরদারিতে বেশিরভাগ সময়েই ব্যর্থ হয় সেই পরিকল্পনা। সেরকমই ঘটনা উলুবেড়িয়ায়। পুলিশ ও আবগারি দফতরের চোখে ধুলো দিতে অভিনব কায়দায় পাচারের চেষ্টা করা হচ্ছিল চোলাই মদ। শেষরক্ষা হল না। ঘটনায় গ্রেফতার এক।বাইরে থেকে দেখলে মনে হবে সবজির গাড়ি যাচ্ছে। আর সেই সবজির গাড়িতে সবজির নীচে চোলাই লুকিয়ে পাচারের আগেই উলুবেড়িয়ার আবগারির হাতে ধরা পড়ে গেল চোলাই কারবারি। উদ্ধার হল প্রায় ২ হাজার লিটার চোলাই মদ। আবগারি দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া চোলাইয়ের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

    জানা গিয়েছে, শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে উলুবেড়িয়া আবাগারি ইন্সপেক্টর সুমিলন ভট্টাচার্য এবং তাঁর টিম ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার খলিশানী কালীতলা এলাকায় একটি সবজি বোঝাই গাড়িকে আটক করে। পরে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে সবজির নীচ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে আবগারি আধিকারিকরা। বেআইনিভাবে চোলাই মদ পাচারের আভিযোগে চোলাই কারবারি উলুবেড়িয়া ধূলাসিমলার বাসিন্দা নূর মহম্মদকে গ্রেফতার করার পাশাপাশি সবজির গাড়িটিকেও আটক করেছে আবগারি দফতর।

    বেআইনি চোলাই মদ উদ্ধারে মাঝেমধ্যেই অভিযান চালায় আবগারি দফতর। সেরকমই ১৬ নং জাতীয় সড়কেও চলছিল চেকিং। গোপন সূত্রে আবগারি দফতরের আধিকারিকদের কাছে খবর ছিল, নির্দিষ্ট একটি গাড়ি করে লাখ লাখ টাকার চোলাই মদ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই জাতীয় সড়কের উপর সবজি বোঝাই গাড়িটিকে দাঁড় করান আবগারি দফতরের আধিকারিকরা। প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে দেখা যায়, গাড়িটিতে প্রচুর পরিমাণে সবজি নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সবজির বস্তা সরাতেই দেখা যায় লিটার লিটার মদ পাচার হচ্ছিল সেই গাড়িতে।

    উল্লেখ্য, মাঝেমধ্যেই বিভিন্ন জেলা থেকে চোলাই মদ উদ্ধারের ঘটনা ঘটে রাজ্যে। এর আগে গত মে মাসে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতর। লোকসভা নির্বাচনে আদর্শ আচরণবিধি চলার মাঝেই ৩ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৩৫০ টাকার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ-সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ঝাড়গ্রাম আবগারি দফতর ও পুলিশ সূত্রে জানা যায়, মোট ৯ হাজার ৫৯৯ লিটার চোলাই মদ, ১ লাখ ৫৩ হাজার ৬২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয় ৷ এর মধ্যে ৪৬ লিটার বিদেশি মদ এবং একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।
  • Link to this news (এই সময়)