অতীশ সেন, ডুয়ার্স : ৮ সপ্তাহের বেতন বকেয়া ছিল, ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েও মেলেনি সমাধান। বেতনের জন্য শনিবার সারাদিন ভারত-ভুটান সড়ক অবরোধ করে রাখলেন জলপাইগুড়ি জেলার নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকেরা। বানারহাট থেকে চামুর্চি হয়ে ভুটানের সামচী যাওয়ার পথে অবস্থিত কেন্দ্রীয় সরকার অধিগৃহীত অ্যান্ড্রু ইউল গোষ্ঠীর অধীনে থাকা নিউ ডুয়ার্স চা বাগান। শ্রমিকেরা জানান তারা নিয়মিত কাজ করে চললেও বিগত ৮ সপ্তাহ ধরে চুক্তিভিত্তিক শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেওয়া হচ্ছে না। বাগানের 'স্টাফ' ও 'সাব-স্টাফ'দের বেতন বকেয়া রয়েছে প্রায় দুমাস। চা শ্রমিকদের নুন্যতম মজুরি নির্ধারিত না হওয়ায় এখন তারা ২৫০ টাকা দৈনিক মজুরিতে কাজ করেন। ফলে সপ্তাহ শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে তাঁদের পাওনা জোটে প্রায় ১৩০০ টাকা। এই সামান্য টাকায় সাধারণ অবস্থায় তাঁদের পরিবার নিয়ে বেঁচে থাকা যথেষ্ট কষ্টকর। এখন এই টাকাটাও পাচ্ছেন না। ফলে বাধ্য হয়েই নিজেদের প্রাপ্য ন্যায্য বেতন আদায়ে ভারত-ভুটান সড়ক অবরোধ করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও তাঁদের অভিযোগ।
নিউডুয়ার্স চা বাগানে প্রায় ১৩০০ জন শ্রমিক ও প্রায় ৪৫জন স্টাফ ও সাবস্টাফ কর্মরত রয়েছেন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করার পর এদিন শ্রমিকদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন চামুর্চি পুলিশ ফাঁড়ির ওসি আদিল লিম্বু। ধূপগুড়ি মহকুমার এস.ডি.পি.ও গিয়ালসেন লেপচা এবং বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মণও সেখানে পৌঁছান। তাঁরা শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। অবশেষে আগামী সপ্তাহে বকেয়া মজুরির তিনটি কিস্তি প্রদান করার প্রতিশ্রুতি পেলে শ্রমিকেরা বিকেল নাগাদ অবরোধ তুলে নেন। বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মণ বলেন, সমস্যা সমাধানের জন্য আগামী মঙ্গলবার ধূপগুড়ি মহকুমা শাসক ও কেন্দ্রীয় লেবার কমিশনারের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। পাশাপাশি জুলাই মাসের ২, ৭ ও ১২ তারিখ শ্রমিকদের বকেয়া তিনটি মজুরির কিস্তি দেওয়া হবে।