বৃষ্টির দাপটে নিম্নমুখী পারদ, আগামী পাঁচদিন বাংলা জুড়ে স্বস্তির আবহাওয়া ...
আজকাল | ৩০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জুনের শেষলগ্নে ভ্যাপসা গরম থেকে মিলল রেহাই। শুক্রবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু। শনিবার থেকে নিম্নমুখী তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচদিন সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনাতে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। বুধবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে।
সোমবার দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সব জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।